তেলেঙ্গানা আন্দোলনের ওপর একটি টীকা লেখাে। 4 Marks/Class 10
উত্তর:-
ভূমিকা : হায়দরাবাদ রাজ্যের তেলেঙ্গানায়, ১৯৪৬ খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে ১৯৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত কমিউনিস্ট পরিচালিত সশস্ত্র কৃষক আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন নামে পরিচিত।
আন্দোলনের কারণ :
১) নিজামের অত্যাচার : নিজাম শাসিত হায়দরাবাদ রাজ্যটি ছিল স্বৈরাশাসনের কেন্দ্র, নিজাম-এর শাসন ছিল মধ্যযুগীয় সামন্ততন্ত্রের অনুরূপ।
২) জমিদারদের কর :কৃষকদের কাছ থেকে ইচ্ছামতাে খাজনা আদায় করা হত। এ ছাড়া হরিজনদের ‘বেটি’ নামক বাধ্যতামূলক শ্রমকর’ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বাড়তি কর দিতে হত।
আন্দোলনের বিস্তৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই। নালগােন্ডায় প্রথম বিদ্রোহ শুরু হলে ধীরে ধীরে তা ওয়ারাঙ্গল, খাম্বাস ও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। পি. সুরাইয়া, রবিনারায়ণ রেড্ডি, ইয়েলাে রেড্ডি প্রমুখ কমিউনিস্ট নেতার আহ্বানে সাড়া দিয়ে তিন হাজার গ্রামের প্রায় ৩০ লক্ষ দরিদ্র কৃষক সশস্ত্র সংগ্রামে যুক্ত হয়।
গুরুত্ব : তেলেঙ্গানা আন্দোলন ছিল প্রথম সশস্ত্র কৃষক আন্দোলন—যা কৃষকদের সংগ্রামশীল চরিত্রের এক বড়াে দৃষ্টান্ত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
you are a son of law