Class 10 History First Unit Test Exam Suggestion 2022 | দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা সাজেশন

Dear students, Class 10 History First Unit Test Exam Suggestion 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা সাজেশন নিয়ে এসেছি।

First Unit Test Exam Suggestion 2022

History (ইতিহাস)

Class 10 (দশম শ্রেনী)


প্রথম অধ্যায় – ইতিহাসের ধারনা 

২. মার্কের জন্য

১. ইতিহাস কি? 

২. নতুন সামাজিক ইতিহাস কি? 

৩. নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলােচ্য বিষয় গুলি কি?

৪. অ্যানাল স্কুল কি?

৫. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বােঝাে?

৬. রনজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখ। 

৭. ঢাকাই খাবার কি ? 

৮. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি ? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায় ?

৯. স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি? 

১০. সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? 

১১. পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি? পরিবেশ রক্ষার দাবিতে ভারতের শুরু হওয়া দুটি আন্দোলনের নাম উল্লেখ করাে। 

১২. নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি?

১৩. বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনায় কি ধরনের তথ্য পাওয়া যায় ?

৪ মার্কের জন্য

১. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলােচনা করাে।

অথবা

আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব কি ?

২. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কি? 

৩. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলােচনা করো।

৪. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ‘সত্তর-বৎসর’- এর গুরুত্ব কি?

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ থেকে কি ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায় ? 

৬. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’-র গুরুত্ব কি?

৮ মার্কের জন্য 

১. আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদান গুলি কি কি ? এই উপাদান গুলি সম্পর্কে আলােচনা করাে।

২. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন’ এবং ‘সােমপ্রকাশ’ পত্রিকার গুরুত্ব কি ?

দ্বিতীয় অধ্যায় – সংস্কার :বৈশিষ্ট্য ও পর্যালােচনা

২ মার্কের জন্য 

১. বামাবােধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল?

২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কয়েকটি সামাজিক উদ্যোগ উল্লেখ করাে। 

৩. প্রাচ্যবাদী নামে কারা পরিচিত ছিলেন ? 

৪. পাশ্চাত্য বাদী নামে কারা পরিচিত ছিল ? 

৫.কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?

৬. 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষা বিষয়ক একটি উল্লেখযােগ্য ধারা উল্লেখ করাে।

৭. মেকলে মিনিট -এ কি বলা হয়?

৮. উডের ডেসপ্যাচ কি? এতে কি বলা হয় ?

৯. উডের ডেসপ্যাচ কে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন?

১০. ডেভিড হেয়ার কে ছিলেন? 

১১. বাংলায় নারী শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছিল এমন কয়েকটি সংগঠনের নাম লেখ ?

১২. মধুসূদন গুপ্ত কে ছিলেন ? 

১৩. নববঙ্গ গােষ্ঠী কারা ছিল?

১৪. কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ? 

১৫. কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন?

১৬. হাজি মুহাম্মদ মহসিন কে ছিলেন? 

১৭. বিজয় কৃষ্ণ গােস্বামী কে ছিলেন? 

১৮. কেশবচন্দ্র সেন কে ছিলেন ?

৪ মার্কের জন্য 

১. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলা সমাজ চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল ? 

২. ভারতের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বপ্নে প্রেক্ষাপট উল্লেখ করাে। 

৩. ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার সূত্রপাত ও অগ্রগতির পিরচয় দাও।

৪. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? 

৫. বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমােহন রায়ের ভূমিকা উল্লেখ করাে।

৮ মার্কের প্রশ্ন 

১. উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বােঝাে? এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলােচনা করাে। 

২. নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ? ডিরােজিওর নেতৃত্বে নব্যবঙ্গ গােষ্ঠী বা ইয়ংবেঙ্গল গােষ্ঠীর উদ্যোগ সম্পর্কে আলােচনা করাে।

তৃতীয় অধ্যায় – প্রতিরােধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

২ মার্কের জন্য

১. ব্রিটিশ সরকার অরণ্য সনদের ধারায় কি পদক্ষেপ নেয়?

২. বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বােঝাে? 

৩. কোন বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত?

৪. কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল ? 

৫. মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল? 

৬. বিরসা মুন্ডা কে ছিলেন? 

৭. মুন্ডা বিদ্রোহের ফলাফল গুলি উল্লেখ করাে।

৮. ভিল বিদ্রোহের কারণ কি? 

৯. তিতুমীর কে ছিলেন? 

১০. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল? 

১১. বারাসাত বিদ্রোহ কাকে বলে? 

১২. এলাকা চাষ এবং বে-এলাকা বলতে কী বােঝাে?

১৩. পাবনা বিদ্রোহের কারণ কি ছিল? 

১৪. নীল বিদ্রোহের ফলাফল গুলি উল্লেখ করাে৷

৪ মার্কের জন্য 

১. কোল বিদ্রোহের বিবরণ দাও।

২. মুন্ডা বিদ্রোহের কারণগুলি কি কি এবং এই বিদ্রোহের ফলাফল গুলি কি ছিল?

৩. সন্ন্যাসী- ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ। 

৪. বাংলায় ওয়াহাবী আন্দোলনের বিবরণ দাও।

অথবা

বারাসাত বিদ্রোহ সম্পর্কে কি জানাে।

৮ মার্কের জন্য

১. উনবিংশ শতকে বাংলায় নীল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল সম্পর্কে আলােচনা করাে। 

২. সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলােচনা করাে।

Read Also:

Class 10 English 1st Unit Test Question 2022

Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment