অসহযােগ আন্দোলনকালে শ্রমিক আন্দোলন বিশ্লেষণ করাে। 4 Marks/Class 10
উত্তর:-
ভূমিকা : অসহযােগ আন্দোলনে শহুরে মধ্যবিত্ত ও বুদ্ধিজীবী, ছাত্রসমাজ ও কৃষকের পাশাপাশি শ্রমিকরাও অংশগ্রহণ করে এই আন্দোলনকে গণসংগ্রামে পরিণত করেছিল।
শ্রমিক আন্দোলন : অসহযােগ আন্দোলনের সময়কালে ভারতের বিভিন্ন শিল্প-কারখানা, রেলওয়ে, ট্রাম, খনি, চা বাগান প্রভৃতির শ্রমিক ও কুলিরা যােগদান করেছিল। আন্দোলনে শ্রমিকদের যােগদানের ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে—
১l বাংলা : কলকাতার উৎপাদন শিল্প, পাট শিল্প ও বাংলার চটকলগুলিতে ১৩৭টি ধর্মঘট হয় এগুলির অধিকাংশের সঙ্গেই জাতীয়তাবাদী আন্দোলনের যােগ ছিল।
২l আসাম : আসামের চা-বাগিচা, আসাম-বাংলা রেলওয়ের শ্রমিকদের ধর্মঘট ছিল খুব উল্লেখযােগ্য।
৩l বােম্বাই : অসহযােগ আন্দোলনকালে ১৯২১ খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস-এর ভারত সফরকালে দেশজুড়ে শ্রমিক ধর্মঘট হয়। শুধুমাত্র বােম্বাইয়ের সুতােকলগুলির ১,৪০,০০০ শ্রমিক ধর্মঘটে
যােগ দেয়।
৪l বিহার : জামসেদপুরের টাটা ইস্পাত কারখানায়, স্বামী বিশ্বনন্দ ও স্বামী দর্শনানন্দের নেতৃত্বে রানিগঞ্জের কয়লাখনিতে ব্যাপক ধর্মঘট হয়।
উপসংহার : অসহযােগ আন্দোলনে শ্রমিকশ্রেণির যােগদানের পশ্চাতে মহাত্মা গান্ধির আবেদন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)-এর ভূমিকা ছিল উল্লেখযােগ্য।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।