Class 6 Class 6 History টীকা লেখাে: হুন্সগি উপত্যকা।

টীকা লেখাে: হুন্সগি উপত্যকা।

টীকা লেখাে: হুন্সগি উপত্যকা। Mark 3 | Class 6

উত্তর:-

কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর-পশ্চিমে হুন্সগি উপত্যক অবস্থিত। এখানকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল। ১৯৮৩ সালে মাটি খুঁড়ে সেখানে পুরােনাে পাথরের যুগের হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বছ আগেকার। হাতিয়ারগুলি বেশিরভাগই হাতকুড়ল, ছােরা, চাঁছনি -জাতীয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “টীকা লেখাে: হুন্সগি উপত্যকা।”

Leave a Comment

error: Content is protected !!