টীকা লেখাে: ট্যরো-ট্যরো।

টীকা লেখাে: ট্যরো-ট্যরো। Mark 3 | Class 6

উত্তর:-

ইউরােপের স্পেন দেশে পাহাড়ি এলাকা আলতামিরায় কয়েকটি প্রাচীন গুহার খোঁজ মেলে। এক প্রত্নতাত্ত্বিক তাঁর ছােটো মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে যান। গুহার এক দেয়ালে তারা আলাে ফেললে এক ষাঁড়ের ছবি দেখতে পান। গুহার ছাদে বিশাল বড়াে এই ষাঁড়ের ছবিটি দেখে মেয়েটি চিৎকার করে ট্যরাে-ট্যরাে অর্থাৎ ষাঁড়-ষাঁড় বলে ওঠে। এই ছবিটি প্রায় ৫০ থেকে ৩০ হাজার বছর আগের গুহাবাসী মানুষের আঁকা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment