মাঝের পাথরের যুগে হাতিয়ার কেমন ছিল?

মাঝের পাথরের যুগে হাতিয়ার কেমন ছিল? Mark 3 | Class 6

উত্তর:-

মাঝের পাথরের যুগে মানুষেরা উন্নত হাতিয়ার বানাতে শুরু করে। এই সময়ে তৈরি ছুরিগুলি আগের থেকে অনেক বেশি ধারালাে ছিল। পাশাপাশি এই সময়ে তৈরি হাতিয়ারগুলির আয়তন আগের তুলনায় ছােটো ছিল। ফলে হাতিয়ারগুলি ব্যবহারের সুবিধা বেড়েছিল। এ ছাড়া হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়ার ফলে সেগুলি ধরতে সুবিধা হত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment