Write a newspaper report on the celebration of Kanyashree Divas in your school

WRITING SKILL | NEWSPAPER REPORT WRITING

Write a newspaper report on the celebration of Kanyashree Divas in your school on the basis of the points given below: [তােমার স্কুলে কন্যাশ্রী দিবস পালনের ওপর নীচের সূত্রগুলির ভিত্তিতে একটা প্রতিবেদন লেখাে:]

Points : Date and time-chief guest other guests— opening song — speeches —short cultural programme — closing song [Maharani Indira Devi Girls High School]

Ans:-

ABC SCHOOL OBSERVES KANYASHREE DIVAS
–By Priti Mullick

Barasat, August 14: With the rest of the state, ABC School observed Kanyashree Divas today in the school premises in a fitting manner. Dr Kakoli Ghosh Dastidar, the local MP graced the chair of the chief guest. Other luminaries like the film-maker Dr Satarupa Sanyal, the novelist Tilottama Bhattacharya and the educationist Miratun Nahar were present there. The Headmistress of the school presided over the function. The programme started with Tagore’s Song ‘Sankocher Biwhalata’ sung by a band of students of class nine and ten. It was followed by the inspiring speeches of the guests. They all appreciated women empowerment through Kanyashree Prakalpa, an award-winning unique scheme initiated by the state government. It was followed by a short cultural programme comprising songs, recitations and a dance drama which was greatly applauded. The programme came to an end with the speech of the Headmistress and the closing song ‘Suno Meri Aawaaz’. No less than five hundred students, teachers and guardians attended the function.

এবিসি বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন
—প্রীতি মল্লিক দ্বারা

বারাসত, আগস্ট ১৪: রাজ্যের বাকি অংশের সঙ্গে এবিসি বিদ্যালয় যথাযথভাবে স্কুল চত্বরে আজ কন্যাশ্রী দিবস পালন করে। স্থানীয় সাংসদ ডা. কাকলি ঘােষ দস্তিদার প্রধান অতিথির আসন অলংকৃত করেন। অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন চলচ্চিত্র নির্মাতা ডা. শতরূপা সান্যাল, ঔপন্যাসিক তিলােত্তমা মজুমদার এবং শিক্ষাবিদ মীরাতুন নাহার উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি শুরু হয় নবম এবং দল শ্রেণির একদল ছাত্রীর গাওয়া রবান্দ্রসংগতি সংকোচের বিহ্বলতা’ দিয়ে। এরপর অতিথিবর্গ অনুপ্রেরণাদায়ী ভাষণ দেন। তারা সবাই রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া পুরস্কার জয়ী অনবদ্য প্রকল্প কন্যাশ্রীর মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। এরপর গান, আবৃত্তি এবং একটি নৃত্যনাট্য যেটি দারুণ হাততালি পেয়েছিল, সেটি সমন্বিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রধান শিক্ষিকার ভাষণ এবং সমাপ্তি সংগীত সুনাে মেরি আওয়াজ’এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। কমপক্ষে পাচশাে ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবক অনুষ্ঠানটিতে যােগ দেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment