Write a newspaper report on the incident of a plane crash

WRITING SKILL | NEWSPAPER REPORT WRITING

Write a newspaper report (within 100 words) on the incident of a plane crash using the following points: [নিচের সূত্রগুলি ব্যবহার করে বিমান দুর্ঘটনার ওপর (১০০ শব্দের মধ্যে) একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখাে:] 

Points : Date and place—name of the airlines—how many passengers died—if any survived—reason behind the crash—police and forensic investigation—latest updates [ABTA Test Exam] 

Ans:-

PLANE CRASH KILLS SCORES; 8 SURVIVE
-By Dipak Mishra 

Mangalore, May 22: Eight people escaped the crash of an Indian Airlines plane with 166 people on board. The plane overshot a hilltop runway in Mangalore Bajpe Airport and plunged over a cliff. At least some of the survivors managed to jump from the wreckage just before the plane burst into flames. Firefighters struggled to reach the smoking wreckage of the plane. Many of the dead were strapped into their seats, their bodies burned beyond recognition. Relatives of the victims, who had been waiting at the airport for the plane’s arrival, stood near the wreckage weeping. The police and forensic experts are carrying on the investigation. The airport authority at Mangalore said, accidents of this type, known as ‘runway excursions’ are fairly common but majority end without injury or damage. 

বিমান দুর্ঘটনায় মৃত বহু; বাঁচলেন ৮ জন
—দীপক মিশ্র দ্বারা

ম্যাঙ্গলাের, মে ২২: ১৬৬ জনসহ ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের দুর্ঘটনায় আট জন প্রাণে বেঁচেছেন। ম্যাঙ্গালাের বাজপে বিমানবন্দরে পাহাড়চূড়ার ওপর রানওয়ে ছাড়িয়ে প্লেনটি চলে যায় এবং খাড়া উঁচু পাহাড়ের গা থেকে পড়ে যায়। প্লেনটিতে আগুন ধরে যাওয়ার ঠিক আগের মুহুর্তে কয়েকজন রক্ষাপ্রাপ্ত যাত্রী ফাটল থেকে লাফ দিতে সমর্থ হন। দমকল কর্মীরা অনেকটাই প্লেনের ভগ্নাবশেষের কাছে পৌঁছান যেগুলাে থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। মৃতদের অনেকেই আসনের সঙ্গে সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিলেন, তাদের শরীরগুলাে এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যেসব আত্মীয় প্লেনটির আসার অপেক্ষায় বিমানবন্দরে ছিলেন, তারা ধ্বংসাবশেষের কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত চালাচ্ছে। ম্যাঙ্গালােরের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন, এধরনের। দুর্ঘটনাকে বলা হয় রানওয়ে থেকে সরে যাওয়া যা প্রায়ই ঘটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment