Write a report describing how you celebrated ‘Teachers Day’ in your Madrasah. (in about 100 words): [মাদ্রাসাতে তুমি কীভাবে শিক্ষক দিবস উদযাপন করলে তা বর্ণনা করে একটি প্রতিবেদন লেখাে।]
Points: Introduction—importance of the day—why do we celebrate the day—celebration in your Madrasahyour feeling
Ans:-
TEACHERS’ DAY CELEBRATED IN XYZ MADRASAH
-By Rubina Khatoon
“Teachers are the torch bearers of the Next generation”. It was once again proclaimed in the auditorium of XYZ Madrasah on September 5, 2019. All the teachers of this renowned institution were invited for a grand programme organized by the students of Class IX and X. The programme included, skit and recitation of poems by the teachers. The teachers were felicitated by flowers and gifts like wrist watches and shawls. Teachers were overwhelmed. Two of them delivered speeches before the students. They became nostalgic. To commemorate the day, classes of the junior section (from Classes I to V) were taken by the students themselves. They are happy to play the role of teachers at least once in a year.
এক্স ওয়াই জেড মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন
-রুবিনা খাতুন দ্বারা
“পরবর্তী প্রজন্মের মশালবাহক হলেন শিক্ষকরা”। ২০১৯-এর ৫ সেপ্টেম্বর এক্স ওয়াই জেড মাদ্রাসার প্রেক্ষাগৃহে একথাটা আরও একবার ঘােষিত হল। নবম ও দশম শ্রেণির ছাত্রদের দ্বারা আয়ােজিত এই বিরাট অনুষ্ঠানে এই প্রখ্যাত প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা আমন্ত্রিত হয়েছিলেন। ছাত্রদের করা সংক্ষিপ্ত নাটক এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠানটির অন্তর্গত ছিল। শিক্ষকদের ফুল এবং হাতঘড়ি ও শালের মত উপহার দিয়ে সম্বর্ধিত করা হয়। শিক্ষকরা আপ্লুত হয়ে পড়েন। তাদের দুজন ছাত্রদের সামনে বক্তৃতা দেন। তারা স্মৃতিকাতর হয়ে পড়েন। দিনটা পালন করার জন্য প্রাথমিক বিভাগের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ক্লাসগুলাে ছাত্ররা নিজেরাই নিয়েছিল। তারা বছরে অন্তত একবার শিক্ষকের ভূমিকা পালন করতে পেরে খুশি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।