Write A Paragraph On How Jute Is Cultivated

WRITING SKILL | PROCESS WRITING

Use the following flow chart to write a paragraph (100 Words) on how jute is cultivated : [নীচের ফ্লো -চার্টটি ব্যবহার করে কীভাবে পাট চাষ করা হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে। (১00 শব্দে:] 

Flow chart : Seeds sown with a gap of 30 cm—dead seedlings cleared at regular interval—flourish in wet—moist heat of the monsoon—once reaped, the stalks are left in a ditch for retting—loose strands collected from the stalks—sun dried—collected into bundles— sent to market in sacks. [Ashokenagar Banipith Girls’ High School]

Ans:

CULTIVATION OF JUTE 

Jute is one of the major cash crops in West Bengal. To cultivate it, a few steps are to be followed. At first, seeds are sown with a gap of 30 cm. Then dead seedlings are to be cleared at regular intervals. Jute plants flourish in moist heat of the monsoon. They are reaped and the stalks are left in a ditch for retting. After that loose strands are collected from the stalks and left in the sun to dry. Dried up, they are collected into bundles. Now the bundles are sent to market in sacks.

পাট চাষ 

পাট পশ্চিমবঙ্গে অন্যতম নগদ ফসল। এটা চাষ করার জন্য কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রথমে ৩০ সেমি ব্যবধানে বীজ বপন করা হয়। তারপর মরা চারাগুলাে নিয়মিত পরিষ্কার করতে হয়। বর্ষার আর্দ্র উষ্ণতায় পাটের চারা বাড়ে। সেগুলাে কাটা হয় এবং পচানাের জন্য কাণ্ডগুলাে পুকুরে ফেলে রাখা হয়। তারপর কাণ্ডগুলাে থেকে শিথিল তন্তুগুলাে সংগ্রহ করে শুকোনাের জন্য রােদে ফেলে রাখা হয়। শুকিয়ে গেলে সেগুলাে বান্ডিল বাঁধা হয়। এবার বান্ডিলগুলাে বস্তা করে বাজারে পাঠানাে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment