ট্রোপােস্ফিয়ারকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলে কেন

ট্রোপােস্ফিয়ারকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলে কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- ভূপৃষ্ঠ থেকে ট্রোপােস্ফিয়ারের যত উর্ধ্বে যাওয়া যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ কমতে থাকে। ট্রোপােস্ফিয়ারে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে প্রায় 6.5°C হারে বায়ুর উষ্ণতা কমে। তাই এই স্তরকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment