Class 10 Class 10 Physical Science মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসােস্ফিয়ারে প্রবেশ করেই ভস্মীভূত হয় কেন

মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসােস্ফিয়ারে প্রবেশ করেই ভস্মীভূত হয় কেন

মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসােস্ফিয়ারে প্রবেশ করেই ভস্মীভূত হয় কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- মেসােস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এর উপরের অংশের উষ্ণতা প্রায় –92°C হয়। মহাশূন্য থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা জ্বলন্ত ও উত্তপ্ত উল্কাপিণ্ড মেসােস্ফিয়ারের এই নিম্ন উষ্ণতাযুক্ত অঞ্চলে প্রবেশ করলে উষ্ণতার তারতম্যের জন্য তার বাইরের ও ভিতরের অংশের সংকোচন-প্রসারণ বিভিন্ন মাত্রায় ঘটে। ফলে উল্কাপিণ্ড ফেটে টুকরাে টুকরাে হয়ে ভস্মীভূত হয়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment