Write a letter of condolence to a friend whose father has recently passed away

Write a letter of condolence to a friend whose father has recently passed away. [যে বন্ধুর বাবা সম্প্রতি মারা গেছেন তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখাে।]

Ans:-

Own address ……
Date ……

Dear Debashish, I am deeply grieved to hear about the sad and sudden death of your father. I did not have much acquaintance with your father. But on the few occasions that I spent time in his company, I was simply overwhelmed by his dynamic personality and kindness. I know he was greatly popular and widely respected by all. You were truly fortunate to have a dad like him. His absence will surely be felt by all of you throughout your life. Please do not hesitate to inform me of your worries and difficulties. I shall be glad to be of any help to you.

Yours ever,
Kunal

STAMP
Debashish Tripathi
27/5/7 Sura Cross Lane
Kolkata-700011

প্রিয় দেবাশিস, তাের বাবার আকস্মিক ও দুঃখজনক মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। তাের বাবার সঙ্গে আমার খুব একটা পরিচয় ছিল না। কিন্তু যে দু-একটা ক্ষেত্রে আমি তাঁর সাহচর্যে সময় কাটাতে পেরেছি তাতে তাঁর উদ্যমী ব্যক্তিত্ব আর দয়াশীলতার পরিচয় পেয়ে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি জানি সকলের কাছে তিনি খুবই জনপ্রিয় এবং শ্রদ্ধাস্পদ ছিলেন। তুই সত্যিই খুব ভাগ্যবান যে ওনার মতাে বাবা পেয়েছিস। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই তােরা সকলে সারাজীবন ধরে অনুভব করবি। তাের উদবেগ ও অসুবিধার কথা আমাকে জানাতে দ্বিধা করিস না। তাের কোনাে কাজে আসতে পারলে খুশি হব।

তাের চিরদিনের,
কুণাল

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment