Write a letter to your Foreign friend about the festivals of Bengal

Write a letter to your Foreign friend about the festivals of Bengal. [তােমার বিদেশী বন্ধুকে বাংলার উৎসবের বিষয়ে চিঠি লেখাে।]

Points: name the festivals—when, how and why celebrated—what you and your relatives do on these days and the way you all enjoy

Ans:-

Own address …..
Date ….. 

Dear Alejandro, I have received your letter. From your letter, I have learnt about La Tomatina, celebrated in August. This kind of festival is celebrated in Bengal too. Here it is Dol or the festival of colours. It is celebrated in springtime. Besides Dol, many other festivals are celebrated here. On the first day of the Bengali almanac we observe Haal Khata and Ganesh Puja. On this day customers are entertained by shopkeepers. In the rainy season we celebrate the Rath Yatra. People of all ages pull the rope of the chariot of Lord Jagannath. For us, autumn is the season of festivals. Durga Puja, Kali Puja, Laxmi Puja, Jagadhatri Puja etc. are observed during this season. Usually we all wear new clothes then. Besides, Muslims celebrate Eid Ul-Fitr and Eid Al-Adha. Christmas as well as New Year’s Day are observed in our state amid fun and frolic. So, it is said that the Bengalis celebrate thirteen festivals in twelve months. Apart from religious festivals, people here celebrate other festivals like Rabindra Jayanti (the birthday of Tagore), Independence Day, Republic Day etc. And for students like me, there is a festival called Saraswati Puja. On this day we all worship Saraswati, the goddess of learning. Please come to Kolkata during the festive season and feel the true spirit of vibrant Bengal. 
With love,

Your Kolkatan,
Pinaki

Alejandro Gonzalez
Placa Rosa dels Vents
1-Passeig Joan de Borbo
Barcelona, Spain

প্রিয় অ্যালেজান্দ্রো, তােমার চিঠি পেয়েছি। তােমার চিঠি থেকে আগস্ট মাসে অনুষ্ঠিত লা টোমাটিনাের বিষয়ে জেনেছি। এধরনের উৎসব বাংলাতেও পালিত হয়। এখানে এটা হল দোল বা রঙের উৎসব। এটা বসন্তকালে পালিত হয়। দোল ছাড়া আরও অনেক অন্য উৎসব এখানে পালন করা হয়। বাংলা পঞ্জিকার প্রথম দিনটায় আমরা হালখাতা এবং গণেশ পুজো করি। এদিন খরিদ্দারদের দোকানদাররা আদর-আপ্যায়ন করে। বর্ষাকালে আমরা রথ যাত্রা উৎসব পালন করি। সব বয়সি লােকেরা ভগবান জগন্নাথের রথের দড়ি ধরে টানে। আমাদের কাছে শরৎ হল উৎসবের মাস। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো প্রভৃতি এই ঋতুতে পালিত হয়। সাধারণত আমরা সবাই তখন নতুন পােশাক পরি। তা ছাড়া, মুসলমানরা ইদ-উল-ফিতর এবং ইদ-আল-আদা পালন করে। খ্রিস্টমাস এবং নববর্ষ আনন্দ উল্লাসের মধ্যে আমাদের রাজ্যে পালন করা হয়। তাই বলা হয় যে, বাঙালিরা বারাে মাসে তেরাে পার্বন পালন করে। ধর্মীয় উৎসব ছাড়া এখানে লােকেরা অন্য উৎসব যেমন রবীন্দ্র জয়ন্তী (রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন), স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস প্রভৃতি পালন করে। আমার মতাে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সরস্বতী পুজো নামক উৎসব। এদিন আমরা সবাই বিদ্যার দেবী সরস্বতীর পূজা করি। উৎসবের মরশুমে কলকাতায় এসাে এবং আবেগচঞ্চল বাংলার সত্যিকার মানসিকতা অনুভব করাে। 

ভালােবাসা-সহ,

তােমার কলকাতাবাসী, পিনাকী

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment