ওজোনােস্ফিয়ার কাকে বলে? এই স্তরটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কেন? 1+1
অথবা, বায়ুমণ্ডলে ওজোন স্তর থাকার ফলে, আমাদের কী সুবিধা হয়?
অথবা, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব কী ? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের একটি স্তর আছে যেটি ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 km থেকে 30 km উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলে উপস্থিত মােট ওজোন গ্যাসের 90 শতাংশ এই স্তরে থাকে। এই স্তরটিকে ওজোনােস্ফিয়ার বলে।
সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি জীবজগতের পক্ষে খুবই ক্ষতিকারক। ওজোনােস্ফিয়ার স্তরটি এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শােষণ করে পৃথিবীর জীবকুলকে এই রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। এজন্য এই স্তরটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।