পরিবেশে CFC কী কী ভাবে মিশতে পারে? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে হিমায়করূপে, অ্যারোসল স্প্রে-তে চালকরূপে, প্লাস্টিক উৎপাদনে ফোমিং এজেন্টরূপে, ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারকরূপে ইত্যাদি ক্ষেত্রে CFC ব্যবহৃত হয়। এইসব দ্রব্যের প্রতিনিয়ত ব্যবহারের ফলে CFC পরিবেশে মেশে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।