বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্লোরােফ্লুরােকার্বন (ফ্রেয়ন)-জাতীয় যৌগগুলির ভূমিকা আলােচনা করাে।
অথবা, ওজোন স্তর ধ্বংস হওয়ার একটি কারণ উল্লেখ করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- ওজোন স্তর ধ্বংসে ক্লোরােফ্লুরােকার্বন (CFC) জাতীয় যৌগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিয়ােজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু (Ci)-তে পরিণত হয়।
CFCl3 + অতিবেগুনি রশ্মি → CFCI2 + Cl (সক্রিয়)
এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন স্তরের O3 গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও ক্লোরিন মনােক্সাইড (ClO) উৎপন্ন করে।
Cl + O3 → ClO + O2
এই ক্লোরিন মনােক্সাইড আবার ওজোনের সাথে বিক্রিয়া করে O2 অণু ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে।
CIO + O3 → 2O2 + Cl (সক্রিয়)
উৎপন্ন সক্রিয় ক্লোরিন পরমাণু পুনরায় O3 -এর সাথে বিক্রিয়া করে। এইভাবে প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে এবং এর ফলে ওজোন স্তর ক্রমশ পাতলা হতে থাকে। একটি সক্রিয় Cl -পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়ােজন ঘটাতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।