O2 ও N2 গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন?

O2 ও N2 গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- যেসব গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলােহিত রশ্মি (IR ray) শােষণ করতে পারে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। O2 ও N2 গ্যাস দুটি এই বিকিরিত অবলােহিত রশ্মি (দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট) শােষণ করতে পারে না বলে এরা গ্রিনহাউস প্রভাব দেখায় না। এ কারণে এরা গ্রিনহাউস গ্যাস নয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “O2 ও N2 গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন?”

  1. very nice!👏
    Class X-এর Physical Science – এর এই ধরনের questions আরো দিলে খুব উপকৃত হবে।💙

    Reply

Leave a Comment