গ্রিনহাউস প্রভাবের উপযােগিতা উল্লেখ করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- বায়ুমণ্ডলে উপস্থিত CO2, CH4, NO2, CFC, জলীয় বাম্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে অবলােহিত রশ্মিরূপে (দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট) বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডল এমন এক উষ্ণতা সীমার মধ্যে (গড় মান প্রায় 15°C) উত্তপ্ত থাকে, যা মানুষসহ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকুল। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে গ্রিনহাউস প্রভাব ঘটত না। এর ফলে পৃথিবীপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলের গড় উষ্ণতা খুবই কম হত (প্রায় -30°C)। এই উষ্ণতায় পথিবীপৃষ্ঠে জীবকুলের বেচে থাকা অসম্ভব হত। এইভাবে জীবকুলের অস্তিত্ব রক্ষায় গ্রিনহাউস প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।