দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography নদীর মােহানায় বদ্বীপ সৃষ্টির ভৌগােলিক কারণগুলি লেখাে।

নদীর মােহানায় বদ্বীপ সৃষ্টির ভৌগােলিক কারণগুলি লেখাে। 

নদীর মােহানায় বদ্বীপ সৃষ্টির ভৌগােলিক কারণগুলি লেখাে।  Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

নদীর মােহনায় বদ্বীপ সৃষ্টির ভৌগােলিক কারণসমূহ 
সব নদীর মােহনায় বদ্বীপ গড়ে ওঠে না। কয়েকটি বিশেষ ভৌগােলিক কারণের ওপর নির্ভর করে বদ্বীপ গড়ে ওঠে —

1. পলিরাশির পরিমাণ : নদী অববাহিকা বৃহৎ, নদীর প্রবাহপথ দীর্ঘ ও নদী অববাহিকা অঞ্চলের শিলা নরম প্রকৃতির হলে এবং অনেক উপনদী এসে মিশলে ওই নদীতে পলির পরিমাণ বেড়ে যায়। ফলে নদীর জল অতিরিক্ত পলিসমৃদ্ধ হয়ে মােহানায় বদ্বীপ সৃষ্টি করে।

2. সমুদ্রের ঢেউ ও জোয়ারভাটা : নদীমােহনায় জোয়ারভাটার প্রকোপ থাকলে এবং ঢেউয়ের তীব্রতা কম হলে দ্রুত বদ্বীপ গড়ে উঠতে পারে।

3. বায়ুপ্রবাহ ও উন্ন-আর্দ্র জলবায়ু : যেসব নদীর মােহনায় নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয় সেখানে দ্রুত পলির অধঃক্ষেপণ ঘটে। তাই দ্রুত বদ্বীপ গড়ে ওঠে। আবার উয়-আর্দ্র জলবায়ুতে নদনদীর সংখ্যা বেশি থাকে বলে সেখানে বদ্বীপের সংখ্যাও বেশি হয়। 

4. অগভীর উপকূলভাগ : নদীমােহানায় সমুদ্রের উপকূলভাগ অগভীর হলে সেখানে দ্রুত পলি দ্বারা ভরাট হয়ে বদ্বীপ তৈরি হয়। ভারতের পূর্ব উপকূল অগভীর বলে বদ্বীপের সংখ্যাও বেশি। 

5. জলের ঘনত্ব : নদীমােহানায় সমুদ্রজলের ঘনত্ব বেশি হলে সেখানে অতিদ্রুত পলি থিতিয়ে পড়ে। তাই দ্রুত বদ্বীপ গড়ে ওঠে। 

6. সমুদ্রের উন্মুক্ততা : স্থলবেষ্টিত সমুদ্রে নদীমােহানা থাকলে সেখানে বদ্বীপ গঠন প্রক্রিয়া দ্রুত হয়। কারণ সেখানে সমুদ্রস্রোতের প্রভাব কম।

7. সমুদ্রজলের লবণতা : মােহানার কাছে সমুদ্রজলের লবণতা বেশি হলে নদীজলের পলিরাশি জোটবদ্ধ ও ভারী হয়ে দ্রুত অধঃক্ষিপ্ত হয়। এতে বদ্বীপ গঠনের হার বাড়ে। 

৪. অন্যান্য : এ ছাড়া মােহানায় যাতে পলি জমতে পারে, তাই নদীর স্রোতের বেগ কম হলে বা মােহানা অলটি স্থিতিশীল হলে বা নদীর মুখে চর সৃষ্টি হলে দ্রুত বদ্বীপ গড়ে উঠতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!