দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography নদীর বহনক্ষমতা কীসের ওপর নির্ভর করে?

নদীর বহনক্ষমতা কীসের ওপর নির্ভর করে?

নদীর বহনক্ষমতা কীসের ওপর নির্ভর করে?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

নদীর বহনক্ষমতা যে-সব বিষয়ের উপর নির্ভরশীল : নদীর বহনক্ষমতা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে, এগুলি হল— 

1. নদীতে জলের পরিমাণ : নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে নদীর বহনক্ষমতা বেড়ে যায়। 

2.নদীর গতিবেগ : বহনক্ষমতা সবচেয়ে বেশি বাড়ে নদীর গতিবেগ বাড়লে। নদীর গতিবেগ আবার নির্ভর করে ভূমির ঢালের ওপর। ঢাল বেশি হলে নদীর গতিবেগও বেড়ে যায়। ফলে, নদীর বহন করার ক্ষমতাও বাড়ে। 

3. নদীবাহিত বােঝার পরিমাণ : নদীবাহিত পাথরের আকৃতি ছােটো হলে নদীর বহনক্ষমতা বেড়ে যায়। আবার তা বড়াে হলে নদীর বহনক্ষমতা কমে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment