নদী কী কী প্রক্রিয়ায় বহন করে ? 

নদী কী কী প্রক্রিয়ায় বহন করে ?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

নদীর বহন কাজের প্রক্রিয়াসমূহ : নদী চারভাবে বহন করে, এগুলি হল— 

1. দ্রবণের মাধ্যমে : চুনাপাথর, লবণ-জাতীয় শিলা প্রভৃতিকে জলে গুলে বা দ্রবণের মাধ্যমে নদী বয়ে নিয়ে চলে। 

2. ভাসমান প্রক্রিয়ায় : কাদা, পলি, বালি প্রভৃতি হালকা পদার্থগুলি নদী ভাসিয়ে নিয়ে যায়। নদী যে পরিমাণ পদার্থ বহন করে, তার প্রায় 70 শতাংশ বহন করে ভাসমান প্রক্রিয়ায়।

3. লম্ফনের মাধ্যমে : কিছুটা বড়াে বা মাঝারি আকৃতির পাথরগুলি স্রোতের সঙ্গে বাহিত হওয়ার সময় নদীখাতে বার বার ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়।

4. টান বা আকর্ষণ প্রক্রিয়ায় : খুব বড়াে বড়াে পাথর নদীর স্রোতের টানে বা আকর্ষণে বাহিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment