দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography পার্বত্য অঞলে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে কেন?

পার্বত্য অঞলে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে কেন? 

পার্বত্য অঞলে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে কেন?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্য প্রাধান্য লাভের কারণ : পার্বত্য প্রবাহে নদী প্রধানত ক্ষয় করে, কারণ— 

1. ভূমিঢ়াল : পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি। এজন্য নদী প্রবল বেগে নীচের দিকে নেমে আসে।

2. প্রবল জলস্রোত : প্রবল জলস্রোতের মাধ্যমে নদী তার উপত্যকাকে ভীষণভাবে ক্ষয় করে। এখানে পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় অনেক বেশি হয়। দ্রুতবেগে প্রবাহিত নদী এই অংশে প্রধানত জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ও অবঘর্ষ প্রক্রিয়ায় উপত্যকায় ক্ষয়কাজ করে এবং ক্ষয়প্রাপ্ত পদার্থগুলিকে প্রবল স্রোতের মাধ্যমে নীচের দিকে বহন করে নিয়ে চলে। সুতরাং, পার্বত্যপ্রবাহ বা উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment