দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়? অথবা, নদীর মােহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করাে।

নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়? অথবা, নদীর মােহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করাে। 

নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়? অথবা, নদীর মােহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

নদীর নিম্নগতিতে বদ্বীপ সৃষ্টির পদ্ধতি : নিম্নগতিতে নদী যতই মােহানার কাছে চলে আসে, ভূমির ঢাল ততই কমে যায় বলে নদীর স্রোতের বেগ এবং বহনক্ষমতা উল্লেখযােগ্যভাবে হ্রাস পায়। এর ফলে তখন নদীর অবক্ষেপণ খুব বেড়ে যায়। নদীবাহিত কাদা, পলি, বালি মােহানায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এ ছাড়া, নদীবাহিত এইসব পদার্থ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে জোটবদ্ধ ও ভারী হয়ে মােহানায় জমা হতে শুরু করে। এগুলি জমতে জমতে ক্রমশ মােহানায় গ্রিক অক্ষর ডেল্টা (Δ) বা বাংলা অক্ষর—মাত্রা ছাড়া ব-এর মতাে নতুন ভূভাগ বা বদ্বীপ সৃষ্টি হয়। তবে বদ্বীপ গঠনের জন্য মােহানায় নদীর সঞ্চয়ের হার সমুদ্রস্রোতের অপসারণ ক্ষমতার তুলনায় বেশি হওয়া দরকার।

উদাহরণ : গঙ্গা ব্রম্মপুত্র নদীর মােহানায় এইভাবে যে বদ্বীপ সৃষ্টি। হয়েছে সেটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ ।

চিত্র: বদ্বীপ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!