জলপ্রপাত পশ্চাদপসরণ করে কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
ধারণা : উচ্চগতিতে নদীর গতিপথে ভূমির ঢাল অসম হলে বা ভূমিঢালের হঠাৎ পরিবর্তন হলে সেখানে জল ওপর থেকে নীচে লাফিয়ে পড়ে। একেই জলপ্রপাত বলে। জলপ্রপাতের জল নীচে যেখানে পড়ে, নরম শিলাস্তর গঠিত সেই অঞলে বিশালাকার গর্তের সৃষ্টি হয়। ক্ষয়ের কারণে গর্তের আয়তন বেড়ে গেলে ওপরের কঠিন শিলাস্তর ঝুলতে থাকে এবং একসময় তা ভেঙে পড়ে। শিলাস্তর ভেঙে পড়ার কারণে জলপ্রপাতটি নদীর উৎসের দিকে বা পিছনের দিকে সরে যায়। একেই জলপ্রপাতের পশ্চাদপসরণ বলে।

পদ্ধতি : যেখানে জলপ্রপাত গঠিত হয়, সেখানে কঠিন শিলাস্তরের নীচে কোমল শিলাস্তর থাকলে, কোমল শিলাস্তর বেশি ক্ষয় পেয়ে ভেতরে ঢুকে যায়। এর ফলে নদীস্রোতের চাপ সহ্য করতে না পেরে ওপরের কঠিন শিলাস্তরের সামনের অংশ ভেঙে পড়ে। এইভাবেও জলপ্রপাত ধীরে ধীরে পশ্চাদপসরণ করে।
উদাহরণ : ভারতের ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাতটির পশ্চাদপসরণ ভালােভাবে বােঝা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।