জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়?
কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
জলপ্রপাত সৃষ্টির কারণ : নানা কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে —
1. কঠিন ও কোমল শিলা : নদীর চলার পথের কোথাও নরম ও কঠিন শিলাস্তর থাকলে নরম শিলা বেশি ক্ষয়ে গিয়ে নীচু হয়ে যায় এবং কঠিন শিলা উঁচু হয়ে থাকে। এর ফলে সেখানে নদী উচু থেকে নীচুতে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে।
2. চ্যুতি : নদীর প্রবাহপথে চ্যুতি সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হতে পারে।
3. মালভূমির প্রান্তভাগ : মালভূমির প্রান্তভাগে নদী খাড়াভাবে নেমে এলে সেখানে জলপ্রপাত তৈরি হতে পারে।
4. ঝুলন্ত উপত্যকা : ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত গঠিত হয়।
5. লাভাস্রোত : নদীর প্রবাহপথে লাভাস্রোত বেরিয়ে এলে ওই লাভা উঁচু হয়ে শিখর গঠন করে। ওই উঁচু শিখর থেকে জল নীচে লাফিয়ে পড়ে জলপ্রপাত গঠন করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।