গঠনমূলক বদ্বীপ এবং ধ্বংসাত্মক বদ্বীপ কাকে বলে? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
গঠনমূলক বদ্বীপ : নদী বিপুল পরিমাণ পলি অগভীর সমুদ্রে জমা করে বদ্বীপ গঠন করে। এই ধরনের বদ্বীপকে গঠনমূলক বদ্বীপ বলে। এই ধরনের বদ্বীপ দুই রকমের হতে পারে— 1. ধনুকাকৃতি বদ্বীপ এবং 2. পাখির পায়ের মতাে বদ্বীপ l
উদাহরণ : নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি বা ব্যজনী আকৃতির এবং মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতাে হয়।
ধ্বংসাত্মক বদ্বীপ : জোয়ারভাটা এবং সমুদ্রতরঙ্গের আঘাতে যেসব বদ্বীপের আকার এবং আয়তন সবসময় পরিবর্তিত হয়, সেই ধরনের বদ্বীপকে ধ্বংসাত্মক বদ্বীপ বলে।
উদাহরণ : ব্রাজিলের সাও ফ্রান্সিসকো, আফ্রিকার নাইজার নদীর বদ্বীপ এরকম ধ্বংসাত্মক বদ্বীপ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।