বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব সংক্ষেপে লেখাে।

বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব সংক্ষেপে লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের গুরত্ব: বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয়। উপাদান নাইট্রোজেন (78.08%)। তাই এর গুরুত্বও যথেষ্ট। এ গুরুত্বগুলি হল—

1) প্রাণী ও উদ্ভিদের দেহগঠন: প্রাণীজগৎ সরাসরি এই গ্যাস ব্যবহার করলেও কতকগুলি খুঁটি-জাতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া (যেমন— রাইজোবিয়াম) বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। এই জাতীয় উদ্ভিদগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণীরা নিজের দেহের নাইট্রোজেনের চাহিদা মেটায়

) মাটির উর্বরতা বৃদ্ধি :2 খুঁটি-জাতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়ার বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহের মাধ্যমে মাটির উর্বরাশক্তি বৃদ্ধি পায়। মানুষ শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে খুঁটি-জাতীয় উদ্ভিদের চাষ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। 

3) সার উৎপাদনে ব্যবহার : বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সার উৎপাদনের কাজে ব্যবহার করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment