গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকুল কেন?

গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকুল কেন? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল হওয়ার কারণ: কানাডার পূর্ব উপকূলের অদূরে নিউফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরের অগভীর অংশে সৃষ্টি হয়েছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, যা মৎস্য চাষের জন্য বিখ্যাত। এই মগ্নচড়া মৎস্য চাষের জন্য অনুকূল হওয়ার কারণগুলি হল— 

1) বিশালতা ও গভীরতা: গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটির আয়তন প্রায় 96000 বর্গকিমি এবং এখানে জলের গভীরতা 90 মিটারের কম, যা মৎস্য চাষের জন্য অনুকূল। 

2) অনুকুল তাপমাত্রা: নাতিশীতোষ্ণমণ্ডলে অবস্থিত হওয়ায় এখানে সারাবছর মাছের বসবাসের উপযােগী অনুকূল তাপমাত্রা থাকে। 

3) প্ল্যাংকটনের প্রাচুর্য: উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে এখানে মাছের খাদ্য প্ল্যাংকটনও প্রচুর পরিমাণে জন্মায়। খাদ্যের প্রাচুর্যের জন্য গ্র্যান্ড ব্যাংককে কেন্দ্র করে নিউফাউন্ডল্যান্ডের উপকূলে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ (যেমন—কড, হেরিং, ম্যাকারেল, হ্যাডক, হ্যালিবাট প্রভৃতি) ভিড় করে। এর ফলে সমগ্র এলাকাটি মৎস্যক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment