সমুদ্রস্রোতের নামকরণ কীভাবে হয় ? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
সমুদ্রস্রোতের নামকরণ হওয়ার পদ্ধতি: সমুদ্রস্রোতের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্রস্রোতের নামকরণ দু-ভাবে হয়—
1) প্রবাহের দিক অনুসারে: বায়ুর ক্ষেত্রে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিক অনুযায়ী নামকরণ করা হয়। কিন্তু সমুদ্রস্রোতের ক্ষেত্রে সেই ধারণাটি সম্পূর্ণ বিপরীত। উদাহরণ: যে বাতাস দক্ষিণ দিক থেকে আসে, তাকে বলে দক্ষিণা বাতাস কিন্তু যে সমুদ্রস্রোত দক্ষিণ দিকে বয়ে যায়, তাকে বলে দক্ষিণা স্রোত।
2) স্থলভাগের নাম অনুসারে: সমুদ্রস্রোত যে স্থলভাগের পাশ দিয়ে প্রবাহিত হয় বা যে সাগর বা মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেই অনুযায়ী নামকরণ করা হয়। উদাহরণ: ক্যারিবিয়ান উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত স্রোতকে ক্যারিবিয়ান স্রোত বলা হয়। আবার, ব্রাজিলের পাশ দিয়ে প্রবাহিত স্রোত ব্রাজিল সােত নামে পরিচিত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।