শৈবাল সাগর কাকে বলে? উদাহরণসহ বােঝাও। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
শৈবাল সাগর: সাধারণত মহাসাগরের মধ্যভাগের স্রোতহীন, শৈবাল বা আগাছাভরা শান্ত অংশকে শৈবাল সাগর বা সারগাসো সি (Sargasso sea) বলে। | উদাহরণ:
1) আটলান্টিক মহাসাগর: পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অংশে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আয়তাকার এলাকাজুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণস্রোতের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার বর্গকিলােমিটার বিস্তৃত এই জলাবর্তের মধ্যাংশ স্রোতবিহীন, অর্থাৎ মাঝখানে জলের কোনাে প্রবাহ থাকে না। ফলে ওই স্রোতবিহীন অঞ্চলে নানারকম আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়। এজন্য ওই অংশের নাম শৈবাল সাগর।
2) প্রশান্ত মহাসাগর: প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরভাগে ও কর্কটক্রান্তিরেখার উভয় পার্শ্বে এইরকম শৈবাল সাগর দেখা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
স্যার এটা ২নাম্বার এর দরকার এটা অনেক বড়ো
উদাহরণ এর পয়েন্ট গুলো লিখবে না।
Ok
Ami ki vabe korbo
বেশি বড়ো নয় তো
Tik acha
Ok
Thik ache