লন্ডন অপেক্ষা নিউইয়র্ক নিম্ন অক্ষাংশে অবস্থিত, অথচ নিউইয়র্কে শীত বেশি—এর কারণ কী? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
লন্ডন অপেক্ষা নিউইয়র্কে শীত বেশি হওয়ার কারণ: লন্ডনের অক্ষাংশ প্রায় 51°30’ উত্তর এবং নিউইয়র্কের অক্ষাংশ প্রায় 40°43’ উত্তর। স্বাভাবিকভাবেই লন্ডনের তুলনায় নিউইয়র্কের উষ্ণতা বেশি হওয়া উচিত। কিন্তু নিউইয়র্কে শীতের তীব্রতা লন্ডনের থেকে বেশি। এর কারণ সমুদ্রস্রোতের প্রভাব। নিউইয়র্কের পাশ দিয়ে সুমেরু মহাসাগর থেকে আগত শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় বলে এই স্রোত নিউইয়র্কের পাশাপাশি অঞ্চলকে শীতল করে তােলে। অন্যদিকে, লন্ডনের পাশ দিয়ে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয় বলে লন্ডনের তাপমাত্রা নিউইয়র্ক অপেক্ষা বেশি হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।