হিমবাহ কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
হিমবাহের দ্বারা ক্ষয়ের প্রক্রিয়াসমূহ: হিমবাহ সাধারণত দুইভাবে ক্ষয় করে থাকে—
1.উৎপাটন : প্রবহমান হিমবাহের চাপে উপত্যকার মেঝে, দেয়াল প্রভৃতি জায়গা থেকে পাথরখণ্ড খুলে এসে হিমবাহের দেহের বরফের মধ্যে আবদ্ধ হয়ে যায়। ক্ষয়কাজের এই প্রক্রিয়াকে বলে উৎপাটন বা প্লাকিং। এক্ষেত্রে তুষার আবহবিকারের বিশেষ গুরুত্ব আছে। কারণ হিমবাহের তলদেশে বা গায়ে জলের যে পাতলা আস্তরণ থাকে, তারই কিছু অংশ শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে জমে বরফ হয় এবং আয়তনে বেড়ে ফাটলের চারপাশের শিলাস্তরকে ভেঙে টুকরাে টুকরাে করে দেয়। এই ভাঙা শিলাস্তর চলমান হিমবাহের চাপে সহজেই খুলে আসে।
2.অবঘর্ষ : চলমান হিমবাহের মধ্যে যেসব উৎপাটিত শিলাখণ্ড আবদ্ধ থাকে, সেগুলির সঙ্গে উপত্যকা গাত্র ও তলদেশের ঘর্ষণের ফলে শিলাস্তরের ক্ষয় হয়। ক্ষয়ের এই প্রক্রিয়ার নাম অবঘর্ষ। এই প্রক্রিয়ার ফলে উপত্যকা ক্ষয়ে প্রচুর পরিমাণে শিলাচূর্ণ সৃষ্টি হয়, কোথাও শিলাস্তরে আঁচড় কাটার মতাে দাগ হয়, আবার কোথাও শিলাস্তর মসৃণ হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।