ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন?

ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হওয়ার কারণ: পার্বত্য অঞলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রধান বা মূল হিমবাহ উপত্যকা এবং উপহিমবাহ উপত্যকার মধ্যে গভীরতার পার্থক্য হয়। একারণে উভয়ের মিলনস্থলে কম গভীরতাবিশিষ্ট উপহিমবাহ উপত্যকাটি মূল হিমবাহের উপত্যকার ওপর ঝুলন্ত উপত্যকা রূপে অবস্থান করে। পরবর্তীকালে, উপত্যকা দুটিতে হিমবাহ গলে গিয়ে নদী উৎপন্ন হলে, উচ্চতা ও ঢালের পার্থক্যের কারণে কম গভীরতাবিশিষ্ট উপহিমবাহ উপত্যকার নদীটির নীচে অবস্থিত প্রধান উপত্যকার ওপর প্রবলবেগে পতিত হয়। তাই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়।
উদাহরণ: বদ্রীনাথের কাছে অবস্থিত বসুধারা জলপ্রপাত

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment