দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ক্রেভাস ও বার্গশ্রুন্ড কীভাবে সৃষ্টি হয় ?

ক্রেভাস ও বার্গশ্রুন্ড কীভাবে সৃষ্টি হয় ? 

ক্রেভাস ও বার্গশ্রুন্ড কীভাবে সৃষ্টি হয় ?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ক্রেভাস সৃষ্টির পদ্ধতি : হিমবাহ যখন বন্ধুর পর্বতের গা বেয়ে বা করির মধ্য দিয়ে নীচের দিকে নামে, তখন ঢালের মুখে এলে হিমবাহের পৃষ্ঠদেশে যথেষ্ট টান পড়ার ফলে ওই অংশে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে অনেক চিড় বা ফাটল সৃষ্টি হয়। হিমবাহ পৃষ্ঠদেশের ওই চিড় বা ফাটলগুলিই ক্রেভাস নামে পরিচিত। চলমান হিমবাহের সঙ্গে এগুলি কখনও লম্বালম্বিভাবে, আবার কখনও আড়াআড়িভাবে সৃষ্টি হয়।

বার্গশুন্ড সৃষ্টির পদ্ধতি : সাধারণত করির মস্তক দেশের দেয়ালটি খুব খাড়া থাকে। হিমবাহ যখন এই করির খাড়া ঢালের ওপর দিয়ে নীচের দিকে নামে তখন অনেকসময় হিমবাহের মস্তক এবং মস্তকের দিকের ওই খাড়াই পর্বতগাত্রের মাঝে যে গভীর উল্লম্ব ফাক বা ফাটল সৃষ্টি হয়, তা বার্গশ্রন্ড নামে পরিচিত। এগুলির গভীরতা হয় গড়ে প্রায় 100 মিটার।

চিত্র: ক্রেভাস ও বার্গশ্রন্ড

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!