আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিগুলি লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিসমূহ : কয়েকটি জটিল পদ্ধতির মাধ্যমে হিমবাহ গঠিত হয়। আদর্শ হিমবাহ সৃষ্টির পদ্ধতিগুলি হল—
1. ঊর্ধ্বপাতন (Sublimation) : এই পদ্ধতিতে বরফ সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়।
2. পুনৰ্কেলাসীভবন (Recrystallization) : ছােটো ছােটো কেলাস ভেঙে সম্মিলিত হয়ে বড়াে কেলাসে রূপান্তরিত হয়। এর মাধ্যমে তুষার থেকে বরফে পরিণত হয়।
3. গলন (Melting) : বরফ গলে জল এবং জলে জমে পুনরায় বরফে পরিণত হয়। এই পদ্ধতির মাধ্যমেই হিমবাহ গঠনের কাজ সম্পূর্ণ হতে থাকে।
4. পুনঃশিলীভবন (Regelation) : চাপের কারণে বরফ গলে জলে পরিণত হয় এবং চাপ হ্রাস পেয়ে আবার বরফ জমাট বাঁধে। এর ফলে বরফের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় যা হিমবাহ সৃষ্টিতে সাহায্য করে।
5. সংবদ্ধতা (Compactness) : অতিরিক্ত তুষারপাতের কারণে নীচের স্তর ওপরের স্তরের চাপে আরও সংঘবদ্ধ হয়ে কঠিন ও ঘন বরফের সৃষ্টি করে হিমবাহতে পরিণত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।