Class 10 Class 10 Geography সমুদ্রস্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

সমুদ্রস্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

সমুদ্রস্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? Class 10 | Geography (বারিমণ্ডল) | 5 Marks

উত্তর:-

সমুদ্রস্রোত দ্বারা উপকূলের জলবায়ু নিয়ন্ত্রণ: সমুদ্রস্রোত দ্বারা কয়েকটি উপায়ে উপকূলের জলবায়ু নিয়ন্ত্রিত হয়, যথা— 

1) উষ্ণতা নিয়ন্ত্রণ: [i] উষ্ণ সমুদ্রস্রোত শীতল অঞলের মধ্য দিয়ে প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা বেড়ে যায়। উদাহরণ: উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে উষ্ণ রাখে। [ii] শীতল সমুদ্রস্রোত উষ্ণ অঞলের পাশ দিয়ে প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা কিছুটা কমে যায়। উদাহরণ: শীতল পেরু স্রোত পেরুর তাপমাত্রাকে খুব বাড়তে দেয় না।

2) বৃষ্টি, বন্যা, খরা: উষ্ণ সমুদ্রস্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু বেশি জলীয় বাষ্প শােষণ করে বলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। অন্যদিকে, শীতল স্রোতযুক্ত অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। এল নিনাে এবং লা নিনার প্রভাবে সন্নিহিত অংশে খরা ও বন্যা দেখা যায়। 

3) কুয়াশা: শীতল এবং উষ্ণ স্রোত যেখানে মিলিত হয় সেখানে কুয়াশা, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। উদাহরণ: নিউফাউন্ডল্যান্ড উপকূল। 

4) তুষারপাত: শীতল সমুদ্রস্রোত শীতকালে বহু জায়গায় তুষারপাত ঘটায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment