অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয় কেন

অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয় কেন? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হওয়ার কারণ:

অমাবস্যা তিথিতে সূর্য ও চাদ, পৃথিবীর একই দিকে অবস্থান করে, এই অবস্থানকে সংযােগ অবস্থান বলে। ওই তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণী শক্তি পৃথিবীর একই দিকে ক্রিয়া করে। ফলে অমাবস্যা তিথিতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে। জলের এই ফুলে ওঠাকে বলা হয় অমাবস্যা তিথিতে ভরা জোয়ার বা ভরা কোটাল। অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর একদিকে অবস্থান করায় পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা অনেক বেশি হয়।

পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাদ ও সূর্যের মাঝখানে এক সরলরেখায় অবস্থান করে, এই অবস্থানকে প্রতিযোগ অবস্থান বলে। এর ফলে চাদের আকর্ষণে পৃথিবীর একদিকে প্রবল জলস্ফীতি ঘটে বা জোয়ার হয় এবং ঠিক তার বিপরীত দিকে সূলে আকর্ষণেও প্রবল জোয়ার হয়। একে পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার বা ভা কোটাল বলে। পূর্ণিমা তিথিতে জোয়ারের তীব্রতা অমাবস। জোয়ারের তীব্রতার থেকে অনেক কম হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment