তেজ বা ভরা কোটালকে কেন সর্বোচ্চ জোয়ার বলা হয়

তেজ বা ভরা কোটালকে কেন সর্বোচ্চ জোয়ার বলা হয়? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

তেজ বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলার কারণ: অমাবস্যা ও পূর্ণিমার দিনে তেজ বা ভরা কোটাল হয়। অমাবস্যার দিনে পৃথিবী সূর্যের মাঝখানে চাঁদ থাকে। পূর্ণিমার দিনে চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে। এর ফলে, অন্য যে-কোনাে দিনের তুলনায় ওই দু-দিন চাঁদ ও সুর্যের সম্মিলিত আকর্ষণে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে। ওই দুদিন জলস্ফীতি সর্বাধিক হয়। তাই তেজ বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment