বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলােচনা করাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই সামান্য (0.03%) হলেও এর গুরুত্ব সীমাহীন। এই গুরুত্বগুলি হল—
1) খাদ্য উৎপাদনে: কার্বন ডাইঅক্সাইড ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। আর প্রাণীজগৎ খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরােক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই, এই গ্যাস না থাকলে পৃথিবীর উদ্ভিদজগৎ এবং প্রাণীজগৎ উভয়ই নিশ্চিহ্ন হয়ে যেত।
2) তাপমাত্রা নিয়ন্ত্রণে: বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণেও এই গ্যাসটির বিশেষ ভূমিকা আছে। কারণ, কার্বন ডাইঅক্সাইড তাপ শােষণ করে।
3) আবহবিকারে : ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের শিলার আবহবিকারেও কার্বন ডাইঅক্সাইড (কার্বনেশনের মাধ্যমে)-এর ভূমিকা উল্লেখযােগ্য।
4) খনিজ পদার্থ গঠনে: অঙ্গারময় খনিজ এবং চুন-জাতীয় খনিজ গঠনেও কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে।
6) পরিবেশদূষণে: বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ সামান্য বেড়ে গেলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় এবং পরিবেশ দূষিত হয়ে জীবজগতের অস্তিত্ব বিপন্ন করে তােলে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।