বায়ুমণ্ডলের ওজোনস্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে মনে হয়? Class 10 | Geography | 3 Marks
উত্তর: ওজোনস্তর পৃথিবীর ছাতা : বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনস্তর থাকে বলেই সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে সে বাধা দেয় বা শােষণ করে নেয়। এজন্য এই ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছােতে পারে না। অর্থাৎ ওজোনস্তর পৃথিবীকে ছাতার মতাে সুরক্ষা দিয়ে চলেছে। যার ফলে সমগ্র উদ্ভিদ ও প্রাণীজগৎ অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়।
ওজোনস্তরে ছিদ্র এবং জীবমণ্ডলের ক্ষতি: ওজোনস্তরে ছিদ্র হলে ওই ছিদ্রের মধ্য দিয়ে অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করবে, যার প্রভাবে। পৃথিবীর প্রাণী এবং উদ্ভিদের মারাত্মক ক্ষতি হবে। প্রাণীদের চামড়ায় ক্যানসার, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাওয়া, প্রজননক্ষমতা কমে যাওয়া, ত্বকের অন্যান্য রােগ সৃষ্টি, উদ্ভিদের পাতা পুড়ে যাওয়া, জলের মাছ মরে যাওয়ার মতাে ঘটনা ঘটবে এবং বায়ুমণ্ডলের উয়তা বৃদ্ধি পাবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।