ওজোনস্তরের সংকোচন কীভাবে হচ্ছে?

ওজোনস্তরের সংকোচন কীভাবে হচ্ছে? Class 10 | Geography | 3 Marks

ওজোনস্তর সংকোচনের পদ্ধতি: ওজোনস্তর সংকোচনের জন্য প্রধানত মানুষের কার্যাবলি দায়ী। ক্লোরােফ্লুরােকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরােফর্ম, হ্যালন প্রভৃতি গ্যাস ক্রমাগত স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজোনস্তরের ক্ষতি করে চলেছে। এগুলি থেকে নির্গত ক্লোরিন ও ব্রোমিনের অণুগুলি বহু বছর ধরে হাজার হাজার ওজোনের অণু ধ্বংস করতে সক্ষম হয়েছে। ওজোন ধ্বংসকারী এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের ওজোনের স্তরকে ক্ষয় করার জন্য ওজনস্তর ক্রমাগত পাতলা হয়ে যাচ্ছে। 

দৃষ্টান্ত: ইতিমধ্যেই দক্ষিণ গােলার্ধে, বিশেষত অ্যান্টার্কটিকার ওপর ওজোনস্তরে কয়েক জায়গায় বড়াে বড়াে ছিদ্র দেখা দিয়েছে এবং ওইসব, ছিদ্রের মধ্য দিয়ে বিপুল পরিমাণে অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে চলে আসছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment