সূর্যরশ্মির তাপীয় ফল কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল? Class 10 | Geography | 3 Marks
উত্তর: সূর্যরশ্মির তাপীয় ফলের নির্ভরশীল বিষয় : সূর্যরশ্মির তাপীয় ফল কতকগুলি বিষয়ের ওপর নির্ভর করে, যেমন
1) সূর্যরশ্মির পতনকোণ : পৃথিবীর নিম্ন অক্ষাংশে সূর্যরশি লম্বভাবে পড়ে বলে সেখানে তাপীয় ফল বেশি, কিন্তু উচ্চ অক্ষাংশগুলিতে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে সেখানে তাপীয় ফল কম।
2) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব : পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের জন্য বছরের বিভিন্ন সময়ে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের যে হ্রাসবৃদ্ধি ঘটে, তার ফলে সূর্যরশ্মির তাপীয় ফলের হ্রাসবৃদ্ধি হয়।
3) সূর্যালােকের স্থিতিকাল: পৃথিবীর যে সমস্ত জায়গায় বেশিক্ষণ ধরে সূর্যালােক পড়ে সেখানকার তাপীয় ফল বেশি, আর যেখানে সূর্যালােক পাওয়া যায় না বা কম পাওয়া যায় সেখানে তাপীয় ফল কম।। এ ছাড়া, 4) বায়ুমণ্ডলের স্বচ্ছতা, 5) সৌরঙুবক, 6) সৌরকলঙ্ক প্রভৃতি। বিষয়গুলি সূর্যরশ্মির তাপীয় ফলকে কিছুটা নিয়ন্ত্রণ করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।