Class 10 Class 10 Geography সূর্যরশ্মির তাপীয় ফল কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল?

সূর্যরশ্মির তাপীয় ফল কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল?

সূর্যরশ্মির তাপীয় ফল কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল? Class 10 | Geography | 3 Marks

উত্তর: সূর্যরশ্মির তাপীয় ফলের নির্ভরশীল বিষয় : সূর্যরশ্মির তাপীয় ফল কতকগুলি বিষয়ের ওপর নির্ভর করে, যেমন

1) সূর্যরশ্মির পতনকোণ : পৃথিবীর নিম্ন অক্ষাংশে সূর্যরশি লম্বভাবে পড়ে বলে সেখানে তাপীয় ফল বেশি, কিন্তু উচ্চ অক্ষাংশগুলিতে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে সেখানে তাপীয় ফল কম।

2) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব : পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের জন্য বছরের বিভিন্ন সময়ে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের যে হ্রাসবৃদ্ধি ঘটে, তার ফলে সূর্যরশ্মির তাপীয় ফলের হ্রাসবৃদ্ধি হয়।

3) সূর্যালােকের স্থিতিকাল: পৃথিবীর যে সমস্ত জায়গায় বেশিক্ষণ ধরে সূর্যালােক পড়ে সেখানকার তাপীয় ফল বেশি, আর যেখানে সূর্যালােক পাওয়া যায় না বা কম পাওয়া যায় সেখানে তাপীয় ফল কম।। এ ছাড়া, 4) বায়ুমণ্ডলের স্বচ্ছতা5) সৌরঙুবক, 6) সৌরকলঙ্ক প্রভৃতি। বিষয়গুলি সূর্যরশ্মির তাপীয় ফলকে কিছুটা নিয়ন্ত্রণ করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment