দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সাউথ কিলিমাঞ্জারােতে বরফ জমে কেন? ইকুয়েডরের রাজধানী কুইটোকে চিরবসন্তের দেশ’ বলে কেন?

নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সাউথ কিলিমাঞ্জারােতে বরফ জমে কেন? ইকুয়েডরের রাজধানী কুইটোকে চিরবসন্তের দেশ’ বলে কেন?

নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সাউথ কিলিমাঞ্জারােতে বরফ জমে কেন? ইকুয়েডরের রাজধানী কুইটোকে চিরবসন্তের দেশ’ বলে কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর:পূর্ব আফ্রিকার কিলিমাঞ্জারাে পর্বত শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5895 মিটার বা 5.89 কিমি উচ্চতায় এবং কুইটো শহরটি প্রায় 2850মিটার বা, 2.85 কিমি ওপরে অবস্থিত। আমরা জানি, প্রতি 1000 মিটার বা ৷ কিমি উচ্চতা বাড়ার সাথে সাথে প্রায় 6.4° সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে গড় বার্ষিক তাপমাত্রা 27 °সে। সুতরাং,

[1] কিলিমাঞ্জারাে পর্বতে 27 °সে – (6.4 X 5.89) = -10.44°সে বা হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকে। সেইজন্য কিলিমাঞ্জারাে পর্বতশৃঙ্গ সবসময় বরফে ঢাকা থাকে। আবার,

[2] কুইটো শহরে 27 °সে – (6.4 x 2.85) = 8.৪ °সে তাপমাত্রা থাকে, অর্থাৎ সারাবছর ধরে এখানে মৃদু শীতল আবহাওয়া বিরাজ করে বলে একে চিরবসন্তের দেশ বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সাউথ কিলিমাঞ্জারােতে বরফ জমে কেন? ইকুয়েডরের রাজধানী কুইটোকে চিরবসন্তের দেশ’ বলে কেন?”

Leave a Comment

error: Content is protected !!