একই অক্ষরেখা বরাবর অবস্থান করা সত্ত্বেও শীতকালে বাল্টিক সাগরের জল বরফে পরিণত হয় কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী সাগরের জল জমে যায় না কেন?

একই অক্ষরেখা বরাবর অবস্থান করা সত্ত্বেও শীতকালে বাল্টিক সাগরের জল বরফে পরিণত হয় কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী সাগরের জল জমে যায় না কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ব্রিটিশ দ্বীপপুঞ্জেরসংলগ্ন সাগরের জল এবং বাল্টিক সাগর উভয়ে যে অক্ষাংশে অবহিত তাতে সেখানে শীতকালে বরফ জমে যাওয়ার কথা l কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে সর্বদা উয় উপসাগরীয় স্রোত প্রবাহিত হয় বলে, এই স্রোত ব্রিটিশ দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী অংশকে অনেকাংশে উয় রাখে। তাই শীতকালে উত্তর সাগরের জল বরফে পরিণত হয় না। অন্যদিকে, বাল্টিক সাগর থলভাগ দ্বারা আবদ্ধ হওয়ার জন্য সেখানে কোনাে উয় সমুদ্রস্রোত প্রবেশ করতে পারে না। তাই শীতকাল ওই অঞলে তীব্র থাকে এবং সাগরের জল জমে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment