জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ: জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়, এর কারণগুলি হল—
1 l পরিচলন পদ্ধতির প্রভাব : জলের উত্তাপ পরিচলন পদ্ধতিতে জলের গভীরে চলে যায় কিন্তু স্থলভাগের উত্তাপ পরিচলন পদ্ধতিতে চলাচল করে না, ওপরেই সঞ্চিত থাকে।
2 l বিচ্ছুরণের পার্থক্য: জলভাগের তুলনায় স্থলভাগ থেকে সূর্যরশ্মি কম বিচ্ছুরিত হয়, ফলে স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়।
3) প্রয়ােজনীয় উত্তাপের পার্থক্য: নির্দিষ্ট ঘন একক আয়তনের জলকে 1°সে উত্তপ্ত করতে যে পরিমাণ তাপ প্রয়ােজন হয়, একই বর্গ একক স্থলভাগকে 1°সে উত্তপ্ত করতে ওই তাপের মাত্র এক-তৃতীয়াংশ প্রয়ােজন। অর্থাৎ, স্থলভাগের তুলনায় জলভাগের তাপ গ্রহণক্ষমতা বেশি হয়।
4) স্বচ্ছতার পার্থক্য : স্থলভাগ অস্বচ্ছ কিন্তু জল স্বচ্ছ, ফলে সূর্যরশ্মি জলের নীচে প্রায় 200 মিটার পর্যন্ত চলে যায়। তাই জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।