বর্জ্যের উৎস সম্পর্কে লেখাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
বর্জ্যের উৎস: আমাদের পারিপার্শ্বিক পরিবেশে বিভিন্ন স্থান থেকে বর্জ্য পদার্থের উৎপত্তি হয়। তার মধ্যে প্রধানত 7 প্রকার মাধ্যম থেকে বেশি পরিমাণে বর্জ্য সৃষ্টি হতে পারে, যথা—
1) গৃহস্থালির বর্জ্য: গৃহস্থালির দৈনন্দিন কাজের মাধ্যমে সৃষ্ট গৃহস্থালির বর্জ্যগলি হল ফল ও সবজির খােসা, প্লাস্টিক, কাচ প্রভৃতি।
2) শিল্পজাত বর্জ্য: শিল্প কারখানা থেকে সৃষ্ট শিল্পজাত বর্জ্যগুলি হল চামড়া, কারখানার ক্রোমিয়াম যৌগ প্রভৃতি।
3) কৃষিজ বর্জ্য: কৃষিকাজের মাধ্যমে সৃষ্ট কৃষিজ বর্জ্যগুলি হল নারকেলের ছােবড়া, ফসলের অবশিষ্টাংশ প্রভৃতি।
4) পৌর বর্জ্য: পৌরসভার কার্যকলাপের দ্বারা সৃষ্ট পৌর বর্জ্যগুলি হল ডাবের খােলা, ধাতব টুকরাে, প্লাস্টিক বােতল প্রভৃতি।
6) জৈব বর্জ্য: ফুল, ফল, গাছের ডাল, পাতা, পােলট্রি ফার্ম ও খাটালের আবর্জনা, মৃত পশুপাখির দেহ প্রভৃতি হল জৈব বর্জ্য।
7) চিকিৎসা সংক্রান্ত বর্জ্য: চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত ব্যান্ডেজ, তুলাে প্রভৃতি হল চিকিৎসা সংক্রান্ত বর্জ্য।
8) তেজস্ক্রিয় বর্জ্য: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছাই হল তেজস্ক্রিয় বর্জ।
যদিও অনেকক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে পৌর বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্যকে শিল্পজাত বর্জ্যের অন্তর্ভুক্ত করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।