পরিবেশের কঠিন বর্জ্যের ধারণা দাও। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
পরিবেশের কঠিন বর্জ্য: দৈনন্দিন কাজকর্মের ফলে উৎপন্ন আপাতভাবে অপ্রয়ােজনীয় ও ব্যবহারের অযােগ্য কঠিন পদার্থসমূহকে বলা হয় কঠিন বর্জ্য।
বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য: আমাদের বাড়ি, অফিস, কলকারখানা, স্কুল প্রভৃতি জায়গা থেকেই কঠিন বর্জ্য সৃষ্টি হয়। এগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—
1) গৃহস্থালির কঠিন বর্জ্য: রান্নাঘরে সবজির খােসা, খাবারের বাতিল অংশ, প্লাস্টিকের প্যাকেট, বাতিল হওয়া লেপকাথার অংশ, বাসি ফুল, ছেড়া কাপড়, পুরােনাে ক্যালেন্ডার, ভাঙা কাপ-প্লেট, কাচের টুকরাে, পুরােনাে জুতাে, খবরের কাগজ, ব্যবহৃত চা পাতা প্রভৃতি গৃহস্থালির কঠিন বর্জ্যের অন্তর্গত।
2) কলকারখানার কঠিন বর্জ্য: কারখানার বাতিল যন্ত্রপাতি, ধাতুর টুকরাে, ব্যবহার করা প্লাস্টিক, শ্রমিকের খাবারের বাতিল অংশ, টায়ার, টিউব, ফ্লাই অ্যাশ ইত্যাদি কলকারখানার কঠিন বর্জ্যের মধ্যে পড়ে।
3) কৃষিক্ষেত্রের কঠিন বর্জ্য: ধানের খােসা, আখের ছিবড়ে, খড়, কাঠের গুঁড়াে, পাটকাঠি, প্রাণীজ বর্জ্য, গােবর ইত্যাদি হল কৃষিক্ষেত্র থেকে উৎপাদিত কঠিন বর্জ।
4) চিকিৎসা সংক্রান্ত কঠিন বর্জ্য: সূচ, সিরিঞ্জ, কাঁচি, ছুরি, কাপড়, ব্যান্ডেজ, গজ, তুলাে ইত্যাদি চিকিৎসা সংক্রান্ত কঠিন বর্জ্যের অন্তর্গত।
5) নির্মাণ শিল্পের বর্জ্য: ইট, কাঠ, বালি, সিমেন্ট, লােহার টুকরাে, প্লাস্টিক, সেরামিক টালি ইত্যাদি হল নির্মাণ শিল্পের কঠিন বর্জ্য।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।