Class 10 Class 10 Geography পরিবেশে গ্যাসীয় বর্জ্যের ধারণা দাও

পরিবেশে গ্যাসীয় বর্জ্যের ধারণা দাও

পরিবেশে গ্যাসীয় বর্জ্যের ধারণা দাও। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

পরিবেশে গ্যাসীয় বর্জ্যের ধারণা: সাধারণত কলকারখানা, যানবাহন বিভিন্ন গবেষণাগার ইত্যাদি থেকে নির্গত বিভিন্ন গ্যাস, যা পরিবেশে ক্ষতি করে, সেইসব গ্যাসীয় পদার্থসমূহকে গ্যাসীয় বর্জ্য বলে। 

বিভিন্ন প্রকার গ্যাসীয় বর্জ্য: গ্যাসীয় বর্জ্য বর্তমানে পরিবেশের তথা জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী। এইসব গ্যাসীয় বর্জ্যের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরােফ্লুরােকার্বন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, কার্বন মনােক্সাইড ইত্যাদি উল্লেখযােগ্য। এগুলি ছাড়াও জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন গ্যাসীয় বর্জ্যে বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থের সূক্ষ্মকণাও (কার্বন কণা, লেড ইত্যাদি) মিশ্রিত থাকে। 

গ্যাসীয় বর্জ্যের ক্ষতিকর প্রভাব: এইসব গ্যাসীয় বর্জ্যগুলির প্রভাবে যেমন পৃথিবীর ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা গ্রিনহাউস এফেক্ট নামে পরিচিত, তেমন প্রত্যক্ষ ও পরােক্ষভাবে মানবশরীরে ক্যানসারসহ নানা ধরনের রােগব্যধির সৃষ্টি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment