জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বােঝ? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
জৈব ভঙ্গুর বর্জ্য: জৈব ভঙ্গুর বর্জ্য হল এমন এক ধরনের বর্জ্য, যা মূলত অণুজীব (ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি) ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদানরূপে প্রকৃতিতে মিশে যায়।
উদাহরণ: শাকসবজির খােসা, পাতা, শুকনাে ফুল, বাড়ির বাগানের লতা-পাতা, ডাল, ডাবের খােলা, পুরােনাে কাগজ, বইখাতা প্রভৃতি হল জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ।
সরল যৌগে রূপান্তর: এইসব বর্জ্যকে অর্থাৎ জটিল জৈব পদার্থকে সরল যৌগে পরিণত করার জন্য হাজার হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক, অমেরুদণ্ডী প্রাণী রয়েছে। জৈব ভঙ্গুর বর্জ্যগুলি প্রধানত উদ্ভিদ ও প্রাণীজাত উপাদান হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।